সাভার-কেরানীগঞ্জ

পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভার-কেরানীগঞ্জে পচা ও নষ্ট খেজুর, সেমাই এবং অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার উৎপাদন, মজুত ও বিক্রি দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৩৩ লাখ টাকা জরিমানা করেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় র‍্যাব-১০-এর উপ-পরিচালক (অপ্স ও মিডিয়া) এম. জে. সোহেলবিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলামের নেতৃত্বে ঢাকার সাভার ও কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সম্পন্ন করেন পচা ও নষ্ট খেজুর, সেমাই এবং অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার উৎপাদন, মজুত ও বিক্রি করার দায়ে ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় হাবিবা ফুড প্রোডাক্টসকে ২ লাখ টাকা, সাইফুল ফুড প্রোডাক্টসকে নগদণ্ড৩ লাখ টাকা, আর.টি.আর. ক্যাবল লিমিটেডকে ৩ লাখ টাকা, বেটকো পাওয়ার লিমিটেডকে ৫ লাখ টাকা ও সিটি আইস অ্যান্ড কোল্ড স্টোরেজকে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়।