ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীতে ট্রেনের ধাক্কায় নোনা দাশ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে বোয়ালখারী পৌর সদরের বুড়ি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম-কক্সবাজার রেলরুটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার অনুপম দে বলেন, সকাল ৭টার দিকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি গোমদণ্ডী স্টেশন ছেড়ে যায়। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক রূপন দাশ বলেন, বোয়ালখালীতে ট্রেনের সাথে ধাক্কা লেগে আহত বৃদ্ধকে চট্টগ্রাম হাসপাতালে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত