আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উদযাপন
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ইউরোপিয়ানের অর্থায়নে খ্রিষ্টান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় DCHDO Supporting Marginali“ed Dalits communities to Claim There Entitlements [SMDCE] প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস ২০২৪ উপলক্ষ্যে জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে বৈষম্য বিরোধী বিল ২০২২ পাসের দাবিতে গত বৃহস্পতিবার মণিরামপুর উপজেলা চেয়্যারমানের কার্যালেয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। ওই র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ গিয়াসউদ্দিন আহমেদ, ডিসিএইচডিও-এর নির্বাহী পরিচালক নাজমা খাতুনসহ অনেকে। র্যালিতে বৈষম্যবিরোধী বিল ২০২২ জাতীয় সংসদে পাসের দাবিতে অংশ নেন চালুয়াহাটী ও শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন দলিত জনগোষ্ঠীর প্রতিনিধি।