সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আজান ও কিরাত প্রতিযোগিতা সমাপ্ত
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
গতকাল শুক্রবার ঢাকার মিরপুর সেনানিবাসে সদর দপ্তর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড-এর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আজান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ মজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চল চ্যাম্পিয়ন এবং ঘাটাইল অঞ্চল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া আজানে রামু অঞ্চলের ইউপি ল্যান্স কর্পোরাল মো: আবু তালহা এবং ক্বিরাতে রংপুর অঞ্চলের ইউপি ল্যান্স কর্পোরাল মো: আকীল আলী প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। উল্লেখ্য, প্রতিযোগিতাটি গত ১৮ মার্চ ২০২৪ তারিখে শুরু হয়েছিল।