আসন্ন সাভার উপজেলা পরিষদের নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের পক্ষে একাত্মা হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। গতকাল শুক্রবার বিকালে ঢাকার সাভারে রানা প্লাজার পেছনে সম্প্রতি উচ্ছেদকৃত হকারদের জন্য নির্ধারিত এসআর হকার্স মার্কেটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাজনীতির বহুত নিসাব-নিকাশ আছে। আমাদের উপজেলা প্রশাসনকেও ঠিক রাখতে হবে এবং উন্নয়নের ধারাকে সচল রাখতে হবে। সমস্ত কিছু হিসাব-নিকাশ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আমাদের একমাত্র যোগ্য প্রার্থী মঞ্জুরুল আলম রাজীব ভাই। আপনারা সবাই তাঁর পক্ষে কাজ করবেন। এ সময় তিনি উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সাভারে যে সুশান্তির বাতাস বইছে, চাঁদাবাজ ও ভূমিদস্যু মুক্ত যে সাভার আমরা দেখতে চাই- ইতোমধ্যে তার অনেকটাই আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা নিশ্চিন্তে ব্যবসা করে যেতে পারবেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল গণি, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন প্রমুখসহ অন্যরা।