রংপুরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর জেলা শাখার আয়োজনে ও স্থানীয় সুুমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাপা রংপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা আক্তার শিরিন, সঞ্জালনায় সদস্য সচিব বাপা রংপুর জেলা শাখা রসিদুস সুলতান বাবলু, প্রধান অতিথির বক্তব্য রাখেন বাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, বাপা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সাবেক ডিজিএম জনতা ব্যাংক হাসনিন আক্তার এ্যানি, যুগ্ম আহ্বায়ক সারোয়ার জামিল খন্দকার, বাপা জেলা সদস্য সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, নদী বিশেষজ্ঞ অধ্যাপক বিনু কবির, বাপা সদস্য প্রভাষক আহসান হাবিব রবু, সভাপতি গ্রীণ ভয়েস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মো: শাওন মিয়া, গ্রীণ ভয়েস কারমাইকেল কলেজ শাখা সাধারণ সম্পাদক শারমিন জাহান সোনামনি, বাপা জেলা কার্যকরি সদস্য আসাদুজ্জামান আফজাল, মীর ইত্তেখারুল হক পল্লব, নারীনেত্রী ডা. রহিমা খাতুন, সংগঠক নূর মোহাম্মদ নুরু প্রমুখ।