রংপুরে সংঘর্ষে আহত ৫ আটক দুই
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুর নগরীর মর্ডান মোড়ের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় যুবলীগ, ছাত্র সমাজের নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সংঘর্ষের হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন। তারা হলো সংঘর্ষের ঘটনায় আমজাদ হোসেন, আখতারুজ্জামান ও আলতাব হোসেনসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, গাড়ি পার্কিং ও চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে গত বছরের ১১ আগস্ট রাতে ১৫নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোক্তারুল ইসলাম বাবুকে মর্ডান মোড় এলাকায় কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাজহাট থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিলন এবং ওয়ার্ড ছাত্রলীগের নেতারা হামলার নেতৃত্ব দেন বলে অভিযোগ ওঠে। বাবু গুরুতর জখম হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়।