ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে ইফতার

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে রাজধানীর ‘পল্লবী প্রিন্স কিচেন কনভেনশন সেন্টারে’ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রমজানের ১১তম দিনে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিল সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- মো: খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক বাসস; মোঃ পারভেজ খান, (সাবেক এসাইনমেন্ট এডিটর) ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন; ডাঃ জামিলুর রহমান খান জামিল (এডিসি, ডিএমপি); তৌহিদ শান্ত, (নিউজ এডিটর) নিউজ ২৪ টেলিভিশন; অ্যাডভোকেট রফিকুল ইসলাম (বাংলাদেশ সুপ্রিম কোর্ট); প্রকৌশলী আজাহারুল ইসলাম; সৈয়দ রফিকুল ইসলাম চপল এস পি;(এজবি) রোটারি পাস্ট ডিস্ট্রিক্ট গর্ভনর এফসিএ এএফএম আলমগীর; সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম খান শামীম; মোঃ হামিদুর রশিদ খান চঞ্চল, (হেড অব সার্কুলেশন) দৈনিক আলোকিত বাংলাদেশ; ও মোঃ ফজলে রশিদ তন্ময় (ব্রডকাস্ট এক্সিকিউটিভ) নিউজ ২৪ টেলিভিশন। আলোচনা সভায় ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও দোয়া করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রোটারিয়ান মো: শাহীদুল ইসলাম। উল্লেখ্য, পাবনা জেলার প্রবেশদ্বার কাশিনাথপুর পাবনা জেলার পূর্বাঞ্চলের জমিদার কাশিনাথ রায় বাবুর নাম অনুসারে এ এলাকার নাম কাশিনাথপুর করা হয়। বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি একটি সামাজিক সংগঠন। এটি ঢাকায় অবস্থানরত পাবনা কাশিনাথপুর এলাকার মুক্তমনের মানুষের সংগঠন।