দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বাদ যায়নি জাকাতের কাপড়ের দামও। গত বছরের তুলনায় এবার জাকাতের শাড়ি ও লুঙ্গির দাম প্রতি পিসে ৮০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে ধীরে ধীরে চাঙা হচ্ছে জাকাতের কাপড়ের বাজার। চাহিদার শীর্ষে রয়েছে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি। রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে এরই মধ্যে আসতে শুরু করেছেন ক্রেতারা। যদিও আগের তুলনার শাড়ি-লুঙ্গি দিয়ে জাকাত আদায়ের প্রবণতা কমছে। ব্যবসায়ীরা জানান, ১৫ রোজার পর থেকে বাড়বে চাহিদা। ক্রেতাদের মতে, ধনী-গরিব একসঙ্গে আনন্দ ভাগাভাগি করাই জাকাতের শিক্ষা। গুলিস্তানের পাইকারি ও খুচরা বিপণিবিতানে ঘুরে দেখা যায়, জাকাতের জন্য এবারও শাড়ির চাহিদা বেশি। এসব মার্কেটে একেকটি জাকাতের শাড়ির সর্বনিম্ন বিক্রি মূল্য ৩৫০ টাকা। মান একটু ভালো হলে বেড়ে যায় দাম। সুতি প্রিন্টের এসব শাড়িই মূলত জাকাতে বিতরণের জন্য ক্রেতাদের বেশি পছন্দ। আর লুঙ্গির ক্ষেত্রে পাঁচ হাত বহরের লুঙ্গির চাহিদা বেশি। পাতলা ধরন, চিকন সুতার লুঙ্গিও ক্রেতার পছন্দের তালিকায় রয়েছে। মূলত সিরাজগঞ্জ ও পাবনার লুঙ্গির চাহিদা বেশি। এছাড়া, পাঞ্জাবির ক্ষেত্রে দরদাম শুরু ২২০ টাকা থেকে। মানভেদে বেড়ে যায় দাম। কেবল জাকাত না, ঈদ উপলক্ষ্য করে গরিবদের মধ্যে এসব পোশাক বিতরণও করেন অনেকে। এজন্যও অনেকে কেনাকাটা সারছেন। প্রতিবছর রমজানে প্রচুর পরিমাণে জাকাতের কাপড় বিক্রি হয়। যে কারণে ব্যবসায়ীরাও এসব বাজারে আগে থেকে প্রস্তুতি নেন। রাজধানীতে বেশ কিছু স্থানে জাকাতের কাপড় বিক্রি হয়।