রাজধানীতে পাঁচ কিশোর গ্যাং গ্রুপের ২৫ সদস্য আটক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মাদপুর ও ধানমন্ডি এলাকা থেকে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে পাঁচটি কিশোর গ্যাং গ্রুপের ২৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। গ্রেপ্তাররা হলেন আক্তার গ্রুপের মূলহোতা আক্তার ও তার সহযোগী শাকিল, রাসেল, ফয়সাল, আশিক, মাসুম গ্যাংয়ের প্রধান মাসুম ও তার সহযোগী শাওন, পিনিক গ্রুপের লিডার হাসান ও তার সহযোগী মেহেদী হাসান রবিন, আনোয়ার হোসেন, ইমন আরকত, বাপ্পী গ্রুপের লিডার বাপ্পি ও তার সহযোগী আব্দুল জলিল, আশরাফুল এবং লিমন গ্রুপের মূলহোতা লিমন ও তার সহযোগী ফয়সাল প্রকাশ আলিম, রাকিব প্রকাশ আকরান, সুমন, ফিরোজ, সুজন মৃধা, মমিন ইসলাম, নয়ন, জুয়েল, সুমন মিয়া, রাবেল মিয়া। গত শনিবার রাতে র‍্যাব-২ এর একাধিক দল রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরি, চাকু, চাইনিজ কুড়াল, এন্টি কাটার ও বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।