বিইউপিতে গণহত্যা দিবস পালিত

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গতকাল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর বিজয় অডিটোরিয়ামে বিইউপি লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাবের তত্ত্বাবধানে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়। দিবসটির তাৎপর্য আগামী প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার উদ্দেশ্যে দিবসটি পালন করা হয়।

দিবসের কর্মসূচির মধ্যে ছিলো ‘গণহত্যা দিবস ২০২৪’ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা ও ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ। আলোচনা সভায় ২৫ মার্চের কাল রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা ও নৃশংস ঘটনার উপর স্মৃতিচারণ করেন বিইউপির বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার এর অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। আলোচনা সভায় বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়া বিপুলসংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী আলোচনা সভায় অনলাইনে যুক্ত ছিলেন।