রংপুর জেলার পীরগাছা উপজেলায় বিএসটিআই’র মোবাইলকোর্ট অভিযানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সকালে রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয় এবং পীরগাছা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রংপুর জেলার পীরগাছা উপজেলায় একটি মোবাইলকোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত মোবাইলকোর্ট অভিযানে পীরগাছা বাজারে অবস্থিত মেসার্স ভাই ভাই অটো চিড়া ও মুড়ির মিল এবং বিধাতার দান অটো চিড়া ও মুড়ির মিল প্রতিষ্ঠান দুটিতে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মুড়ি পণ্য উৎপাদন, বিক্রি-বিতরণ করায় এবং মুড়ির মোড়কে পণ্যের নাম, উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, বিক্রয় মূল্যসহ প্রয়োজনীয় অন্যান্য তথ্য না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং এক মাসের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।