ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিইউপিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বিইউপিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এর বিইউপি কালচারাল ফোরামের উদ্যোগে গতকাল যথাযথ মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটির গুরুত্ব ও ঐতিহাসিক তাৎপর্য আগামী প্রজন্মের কাছে যথাযথভাবে সঞ্চারণের লক্ষ্যে দিবসটি পালন করা হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা এবং ‘অসমাপ্ত মহাকাব্য’ ও ‘মুুজিবনগর: বাংলাদেশের প্রথম রাজধানী’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন। আলোচনাসভায় বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম স্বাধীনতা ও জাতীয় দিবসের উপর তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনসহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়া বিপুলসংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী আলোচনাসভায় অনলাইনে যুক্ত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত