ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরসহ সব জোনে স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরসহ সব জোনে স্বাধীনতা দিবস উদযাপন

গতকাল বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ বলেন, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরসহ সকল জোন, বেইস, জাহাজ, স্টেশন এবং আউটপোস্টে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে কোস্ট গার্ড সদর দপ্তরসহ জোনসমূহের সকল মসজিদে বাদ জোহর স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত, দেশের শান্তি-সমৃদ্ধি এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া, কোস্ট গার্ড সদর দপ্তরসহ সব জোন, বেইস, জাহাজ, স্টেশন, আউটপোস্টগুলোয় সর্বস্তরের সামরিক, অসামরিক সদস্যদের মাঝে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক’ ভিডিও চিত্র প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত