গতকাল বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ বলেন, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরসহ সকল জোন, বেইস, জাহাজ, স্টেশন এবং আউটপোস্টে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে কোস্ট গার্ড সদর দপ্তরসহ জোনসমূহের সকল মসজিদে বাদ জোহর স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত, দেশের শান্তি-সমৃদ্ধি এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া, কোস্ট গার্ড সদর দপ্তরসহ সব জোন, বেইস, জাহাজ, স্টেশন, আউটপোস্টগুলোয় সর্বস্তরের সামরিক, অসামরিক সদস্যদের মাঝে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক’ ভিডিও চিত্র প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।