দেশপ্রেমিক নাগরিক তৈরিই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিপ্রায়

উপাচার্য ড. মশিউর রহমান

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

লক্ষ লক্ষ স্মার্ট দেশপ্রেমিক নাগরিক তৈরিই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল অভিপ্রায় বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যেন বিদেশে স্থায়ীভাবে থেকে না যায়, দেশে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। তারা বিশ্বনাগরিক হবে; কিন্তু দেশমাতৃকার প্রতি তাদের প্রবল আকর্ষণ থাকতে হবে, তাদের সেই দীক্ষা দিতে হবে। বিশ্ববিদ্যালয় হচ্ছে, এমন যার বিকাশের পথে নতুন জায়গা সৃষ্টি হয়, নতুন জ্ঞান সৃষ্টি হয়। এ বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা এসেছেন তারা পাঠগ্রহণের মধ্য দিয়ে শুধু বাংলাদেশে নেতৃত্ব দেবেন তা নয়, জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী দিনে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে এবং নেতৃত্ব দেবে। আমাদের বিপুলসংখ্যক শিক্ষার্থী রয়েছে। তাদের যদি আমরা স্মার্ট সিটিজেন করতে পারি, তাহলে তারা বিশ্বে নেতৃত্ব দেবেন। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আমরা সেটি নিশ্চিতভাবেই করতে পারব।’