বাস-সিএনজির সংঘর্ষ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ময়মনসিংহের ত্রিশালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ত্রিশাল সদরের সাইদুল কমিশনারের বাসার সামনে সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলে- শরিফুল ইসলাম (৩৪), সালমান আজাদী ও এক শিশু (২)। এর মধ্যে সালমান আজাদী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।