ঈদে নৌ ও সড়ক পথের যাত্রা নির্বিঘ্ন করতে মতবিনিময় সভা করেছে বরিশাল জেলা প্রশাসন। গত বুধবার সকালে নগরীর সার্কিট হাউসে এ সভা হয়। সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী, ডিআইজি জামিল হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। সভায় পরিবহন ও ট্রাফিক ব্যবস্থা, সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা, যাত্রী সেবা, অতিরিক্ত ভাড়া আদায়, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ সার্বিক যানজট নিরসন প্রসঙ্গে আলোচনা হয়। এছাড়া মেডিকেল টিম প্রস্তুত রাখা, ব্যাংকিং সেবা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, অগ্নিদুর্ঘটনার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ স্থান, মার্কেট ও যাত্রীবাহী লঞ্চে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার উপর গুরুত্বারোপ করা হয়েছে।