বোনকে বেড়াতে নিয়ে গিয়ে ফল কাটার ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তার সৎ ভাইয়ের বিরুদ্ধে। পুলিশ বলছে, ঘটনার সময় মেয়েটির সৎ ভাই ছাড়াও তার স্ত্রী ও এক বন্ধু ছিলেন। আর ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তারা সবাই খুনের পরিকল্পনার সঙ্গে যুক্ত।
উদ্ধার করা হয়েছে খুনের কাজে ব্যবহৃত ছুরিটি। গতকাল বৃহস্পতিবার সকালে আটকদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত বুধবার সকালে গোদাগাড়ীর গোগ্রাম এলাকায় নির্মাণাধীন ফাঁকা পড়ে থাকা একটি দোতলা বাড়ির ওপরের তলার বাথরুমে ওই তরুণীর মরদেহ পাওয়া যায়। অজ্ঞাত ওই তরুণীর নাম সন্ধ্যা রানী (২০)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শীশা বাঁশপীর গ্রামের হরিলালের মেয়ে। তাকে খুনের অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন- সন্ধ্যার সৎ ভাই ফুলবাবু রবিদাস ওরফে বাবু (২২), ফুলবাবুর স্ত্রী মিনতী রানী (২৫) এবং বন্ধু আদিল আহমেদ পলক (১৯)। পলকের গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার লালপুকুরে।