ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

তিন নদীতে অভিযান

বিপুল পরিমাণে নিষিদ্ধ জাল জব্দ

বিপুল পরিমাণে নিষিদ্ধ জাল জব্দ

মেঘনা, আড়িয়াল খাঁ ও নয়া ভাঙ্গনী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, বরিশালের হিজলা উপজেলার মেঘনা ও মুলাদি উপজেলার আড়িয়াল খাঁ ও নয়া ভাঙ্গনী নদীতে কোস্ট গার্ড হিজলা ও কালীগঞ্জ স্টেশনের সদস্য, হিজলা থানা পুলিশ এবং হিজলা নৌপুলিশের সহযোগিতায় যৌথ সাঁড়াশি অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর। অভিযানে নিষিদ্ধ ঘোষিত দুইটি মশারি জাল, চারটি বেহুন্দি জাল ও ১৫৫টি চরঘেরা জাল জব্দ করা হয়, যা পরে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত