ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান

রংপুরে ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান

জেলা তথ্য অফিসের উদ্যোগে রংপুরের গংগাচড়ায় ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকালে লক্ষীটারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কারমাইকেল কলেজের ভূতপূর্ব অধ্যাপক শাহ্ আলম।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক, কৃষক, গৃহিণী, উদ্যোক্তা, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ তাদের বিভিন্ন অভিযোগ, পরামর্শ ও প্রশ্ন উত্থাপন করেন। তারা স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা, অনলাইন জন্মনিবন্ধন-সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ ও মতামত তুলে ধরেন। রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর জনগণের উত্থাপিত অভিযোগ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এছাড়া অনুষ্ঠানে সর্বজনীন পেনশনের বিভিন্ন স্কিম বিষয়ে জনগণের উত্থাপিত প্রশ্নের উত্তর দেওয়া হয়।

‘জনগণের কথা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, উন্নত-স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেক নাগরিককে অবশ্যই স্মার্ট হতে হবে। আত্মকর্মসংস্থানের জন্য নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে দক্ষতার উন্নয়ন করতে হবে। তিনি শ্রম ও মেধার সমন্বয় ঘটিয়ে দেশের উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত