বঙ্গবন্ধু সবার জন্য একটি মানবিক দেশ গড়তে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির। গতকাল শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সভার আয়োজন করে শেরেবাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির বলেন, বঙ্গবন্ধু শিশুদের অনেক ভালোবাসতেন। বঙ্গবন্ধুর প্রাণজুড়ে ছিল শিশুরা। বঙ্গবন্ধু শিশুদের জন্য একটি সুন্দর দেশ গড়তে চেয়েছিলেন। যে দেশে শিশুরা মুক্ত বিহঙ্গের মতো বেড়ে উঠতে পারে। যে দেশে শিশুরা অনাহারে থাকবে না, যে দেশে শিশুরা লেখাপড়ার সুযোগ পাবে। যে দেশে শিশুরা নিজেদের বিকশিত করে তুলতে পারবে, নিজেদের গড়ে তুলতে পারবে প্রকৃত মানুষ হিসেবে। এমন একটি দেশ তিনি চেয়েছিলেন, যে দেশে শিশুদের জন্য কোনো প্রতিবন্ধকতা থাকবে না। শিশুদের জন্য সব ধরনের স্বাধীনতা থাকবে। এমন একটি দেশ তিনি চেয়েছিলেন, যে দেশে শিশুরা অবাধে নিজেদের গড়ে তুলতে পারবে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে একটি দেশ গড়তে চেয়েছিলেন বলেই তিনি বাংলাদেশকে স্বাধীনতার পথে এগিয়ে দিয়েছিলেন। এজন্য আমরা বঙ্গবন্ধুর জন্মদিনকে শিশু দিবস করেছিলাম। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম শুধু তার জন্মদিন নয়, এটি সব শিশুর জন্মদিন। এখান থেকে শিশুরা তাদের যাত্রা শুরু করবে এবং একদিন বড় হয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে অন্যতম শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তুলতে পারবে। গণপূর্তমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে শেরেবাংলা এ কে ফজলুল হকের অপূর্ব মিল ছিল।