ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী কিশোর নিহত
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া রেলগেটে ট্রেনের ধাক্কায় মোয়াজ নামে প্রতিবন্ধী এক কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোয়াজ ৯০ নং পশ্চিম নাখালপাড়ার মো. ইয়াহিয়া শরীফের ছেলে। জানা যায়, তেজগাঁওয়ের নাখালপাড়া বড় মসজিদের পাশেই পরিবারের সঙ্গে থাকতেন মোয়াজ। সে ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধী ছিল। সকালে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে। খবর পেয়ে পরিবারের লোকজন মোয়াজকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।