রাজশাহী চিনিকলে বিক্ষোভ
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী চিনিকলে ফের বিক্ষোভ শুরু হয়েছে। চিনিকলের সহকারী ব্যবস্থাপক (সিভিল) প্রকৌশলী সামিউল ইসলামের শাস্তির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। সামিউলের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তাদের এ বিক্ষোভ শুরু হয় গতকাল সোমবার সকাল ১০টায়। বেলা ১১টা পর্যন্ত তারা প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন। শ্রমিকরা প্রথমে সহকারী ব্যবস্থাপক (সিভিল) প্রকৌশলী সামিউল ইসলামের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পরে চিনিকল মাঠে সমাবেশ করেন। এ সময় তারা সামিউল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। প্রকৌশলী সামিউল ইসলাম পণ্যসেবা ও বাৎসরিক বরাদ্দ খাতের অর্থ সংস্কার এবং মেরামতের নামে লুটপাট করছেন বলে অভিযোগ রয়েছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় চিনিকল সিবিএ’র সভাপতি মাসুদ রানা এ তথ্য জানান। তিনি বলেন, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল বাশার তার কাছ থেকে সুবিধা নেন বলে সবকিছু জেনেও চুপ থাকেন। এ সময় সামিউল ইসলামকে দ্রুত অপসারণের দাবি জানান তিনি। সেটি না হলে আরো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন। সিবিএ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, যার হাজার হাজার অনিয়ম, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ, শ্রমিকদের শাস্তি দিয়ে দমিয়ে রাখার ষড়যন্ত্র চলছে। একজন শ্রমিককেও যদি কোনোরকম শাস্তি দেওয়া হয়, তাহলে চিনিকলে যে ঘটনা ঘটবে তার জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবে।