বরিশালে জেলের জালে ধরা পড়ল হাঙরের বাচ্চা

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গত রোববার ধরা পড়া মাছটির কোনো ক্রেতা না পেয়ে গত সোমবার সকালে ফেলে দেওয়া হয়েছে। এর পরই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার মতে, পথ ভুলে নদীতে এসে ছিল হাঙরের বাচ্চা। মাছ ব্যবসায়ী সত্য রঞ্জন বলেন, সন্ধ্যা নদীতে গত রোববার জাল ফেলে ছিলেন জেলে কালু। সন্ধ্যায় জাল টেনে তোলার পর প্রায় দুই কেজি ওজনের হাঙর মাছ মেলে। পরে হাঙরটি আড়তে নিয়ে এসেছিলেন কালু। গত সোমবার সকাল পর্যন্ত কোনো ক্রেতা পাওয়া যায়নি। তাই হাঙরটি ফেলে দেওয়া হয়েছে। বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, অনেক রাতে খবরটি জেনেছি। কিন্তু গিয়ে দেখা হয়নি। তাই হাঙরটি কোনো প্রজাতির তা বলা যাচ্ছে না।