কেরানীগঞ্জে ঈদবস্ত্র বিতরণ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে অসহায় দরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকালে মডেল থানার কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় এসব ঈদবস্ত্র বিতরণ করা হয়। কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদের পক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে পাঁচ শতাধিক শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও থ্রিপিস বিতরণ করেন কালিন্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. মুক্তার হোসেন। এ সময় তিনি বলেন, ঈদ মানে আনন্দ, এই আনান্দ সবার সাথে ভাগাভাগি করে উৎসব করতেই তার অর্থায়নে প্রতি বছর তিনি এ কাজটি করেন। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।