বরিশালের মুলাদিতে ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে আব্দুল জলিল হাওলাদার নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কাজীরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের মুলাদি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল কাজীরচরের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
তিনি অটোভ্যানে বাড়ি থেকে খাসেরহাট বন্দরে খেসারির ডাল বিক্রি করতে যাচ্ছিলেন। স্থানীয় আব্দুর রহিম জানান, গতকাল সকালে জলিল অটোভ্যানে করে বাজারে রওনা দেন। দ্রুতগতির ভ্যানটি ডিক্রীরচর গ্রামের ওয়াহেদ চেয়ারম্যানবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে জলিল ও চালক মাহবুব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন।