বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন আধুনা বেদগর্ভ গরমের কাওছার বালী পুত্র পেশকার ইলিয়াস বালীর বাড়ি সংলগ্ন এলাকায় গভীর রাতে একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে আতঙ্কিত হয়ে পড়েছে গোটা গ্রামবাসী। স্থানীয়রা জানান, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন আধুনা বেদগর্ভ গ্?ামের কাওছার বালী পুত্র পেশকার ইলিয়াস বালীর বাড়ী সংলগ্ন কে বা কারা ইলিয়াস বালীর বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। তার মধ্যে ১টি বোমা দোকানের সামনে বিস্ফোরিত হয়। বাড়ির ভেতরে বোমা বিস্ফোরণের শব্দে পরিবারের লোকজনসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় চন্নু বাবলী জানান, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে ছিল, তখন হঠাৎ বোমার বিকট শব্দে সবার ঘুম ভাঙে। এ সময় তারা বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান।