ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

ঈদে যাত্রীদের চাহিদা বিবেচনায় ঘরমুখো মানুষের স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরাতে সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সম্প্রতি ঈদে রেলওয়ের প্রস্তুতি বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল বুধবার থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের পর যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে। এছাড়া ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের জন্য পাহাড়তলী ওয়ার্কসপ থেকে ৫০টি এমজি এবং সৈয়দপুর ওয়ার্কসপ থেকে ৩৬টি বিজি কোচসহ মোট ৮৬টি কোচ যাত্রীবাহী সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে গতকাল থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত