বরিশালে জমে উঠেছে ঈদবাজার
দেশি ব্রান্ডের শোরুমে ক্রেতাদের ভিড়
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
ঈদ যত ঘনিয়ে আসছে, ততোই বরিশালের মার্কেট ও শপিংমলগুলো ক্রেতাদের সমাগম বাড়ছে। সেইসঙ্গে ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদের। বিক্রেতাদের প্রত্যাশা গত কয়েক বছরে করোনা এবং মানুষের অর্থনৈতিক টানাপড়েন নানা বাস্তবতায় এবারের ঈদে ভালো বেচাবিক্রি হবে। আর ক্রেতারা বলছেন, সাধ্যের মধ্যে ভালো মানের পোশাক পেলে কিনতে অনীহা নেই তাদের। আর পোশাকের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নজরদারি করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। জানা গেছে, গত তিন বছরে বরিশালে বেশকিছু নামিদামি দেশীয় ব্র্যান্ড তাদের শো-রুম চালু করেছে। ফলে ব্রান্ডের পোশাকের জন্য এখন আর ক্রেতাদের ঢাকায় ছুটতে হয় না। আবার ক্রেতাদের চাহিদা ও রুচির বিষয়টি মাথায় রেখে নারী-পুরুষ ও শিশুসহ সব বয়সি মানুষের জন্য নতুন নতুন ডিজাইনের পোশাক আনা হয়েছে শো রুমগুলোতে। রমজান শুরুর পর থেকে ক্রেতা সমাগমও বেশ ভালো জানিয়েছেন শো-রুমগুলোর দায়িত্বরতরা।