খুবিতে ইনোভেশন শোকেসিং

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ এর আওতাধীন ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের উদ্ভাবনী আইডিয়াগুলো নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ইনোভেশন শোকেসিং। গতকাল দুপুরে খুবির ডিএসএ ভবনের তৃতীয় তলায় প্রধান অতিথি হিসেবে এই আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধনের পর তিনি প্রদর্শনীতে স্থান পাওয়া উদ্ভাবনী আইডিয়াগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট উদ্ভাবকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের উদ্ভাবন নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি বিভিন্ন ধরনের দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

পরে সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গবেষণা ও উদ্ভাবনের ভূমিকা গুরুত্বপূর্ণ। এজন্য বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে স্মার্ট সিটিজেন ও শিক্ষার্থীদের স্মার্ট ক্যারিয়ার তৈরির দিকে নজর দিতে হবে। শুধু রিসার্চ পেপারে না রেখে গবেষণার ফল যাতে মানুষের কল্যাণে আসে সেক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন ও গবেষণা পরিচালনা করতে হবে। তিনি আরো বলেন, আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য উৎসাহ, আনন্দ ও সম্ভাবনার দিন। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে যে অবস্থানে দেখতে চাই, সে অবস্থানে যেতে এই ধরনের ইনোভেশন শোকেসিংয়ের ভূমিকা অত্যন্ত ফলপ্রসূ। এই প্রদর্শনীতে স্থান পাওয়া উদ্ভাবনী আইডিয়াগুলো বাংলাদেশের গবেষণার প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের অভিভূত করার পাশাপাশি মাল্টি ডিসিপ্লিনারি গবেষণায় আগ্রহ সৃষ্টি করেছে। আগামীতে বড় পরিসরে এ ইনোভেশন শোকেসিং আয়োজন এবং প্রদর্শনীতে স্থান পাওয়া উদ্ভাবনী আইডিয়াসমূহে ফান্ডিংয়ের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।