রংপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

আসন্ন ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্ত রংপুর মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিএ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান সভাপতিত্বে রংপুর মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), মো: মেনহাজুল আলম এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো: সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো: আবু মারুফ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রক্টর মো: শরিফুল ইসলাম, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি মো: আব্দুল মজিদ; সহ-সভাপতি মো: আশরাফ আলী; রংপুর জেলা ট্রাক মালিক সমিতি সাধারণ সম্পাদক, মো: আশিকুর সড়ক বিভাগ,উপ-বিভাগীয় প্রকৌশলী মো: সাহিদার রহমান। এদিকে দুপুরে রংপুর নগরীর মর্ডাণ মোড়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাব-কন্ট্রেল রুমে উদ্বোধন করা হয়। পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান অনুষ্ঠানিকভাবে আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্তে সাব-কন্ট্রেল রুমে উদ্বোধন করেন।

এ সময় র‌্যাব, পুলিশ মটর মালিক সমমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।