রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের হেফাজত থেকে ৬২৭৪ পিস ইয়াবা ও ১ কেজি ২০০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গতকাল ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়। ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বুধবার সকাল ছয়টা থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।