ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা ওয়াসার সমঝোতা স্মারক স্বাক্ষরিত

পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা ওয়াসার সমঝোতা স্মারক স্বাক্ষরিত

গতকাল গ্রিনরোডস্থ মহাপরিচালকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং ঢাকা ওয়াসার মধ্যে ঢাকা ওয়াসার আওতাধীন Monitoring Well গুলোর Automation, Construction, Regeneration -এর কাজ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কারিগরি সহায়তায় সম্পন্নকরণ এবং Monitoring Well -এর ডাটা আদান প্রদান বিষয়ে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা। সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষে পরিচালক (বোর্ড) ওবায়দুল ইসলাম এবং ঢাকা ওয়াসার পক্ষে সচিব, শারমীন হক আমির। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) মো: জহিরুল ইসলাম, ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক ড. মো: মিজানুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, মনিটরিং মো: রফিকুল ইসলাম চৌবে, প্রধান প্রকৌশলী, কেন্দ্রীয় অঞ্চল মো: আসাদুজ্জামান, পরিচালক, ভূগর্ভস্থ পানি বিজ্ঞান পরিদপ্তর ড. আনোয়ার জাহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী, কামরুন নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত