গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারে কাজ করার সময় কাভার্ডভ্যান চাপায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক। নিহত লাবলু মিয়া রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শিব দেউল পাড়া গ্রামের দুলা মিয়ার ছেলে। তিনি ইটাহাটা এলাকার স্থানীয় তোফাজ্জল হোসেন পাটোয়ারীর ভাড়া বাসায় বসবাস করতেন। আটক কাভার্ডভ্যান চালক নাজমুল হক শেরপুর জেলার মুন্সীরচর গ্রামের আনিছুর রহমানের ছেলে।