ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শ্রমিকদের কর্মবিরতি

ঈদ বোনাস বকেয়া বেতন পরিশোধের দাবি

ঈদ বোনাস বকেয়া বেতন পরিশোধের দাবি

বরিশাল : ঈদ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি শুরু হয়েছে।

গতকাল শনিবার সকাল ৯টা থেকে সোনারগাঁও টেক্সটাইল মিল গেটে এ কর্মবিরতি চলাকালীন শ্রমিকরা বিক্ষোভণ্ডমিছিল ও সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী, সাধারণ সম্পাদক মো. ইমরান, অর্থ সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন প্রমুখ। বক্তারা বলেন, ঈদের মাত্র তিন দিন বাকি। অথচ এখন পর্যন্ত মালিক শ্রমিকদের বকেয়া বেতন বা ঈদ বোনাস পরিশোধ করেননি। ২০ রমজানের মধ্যে বেতন বোনাস দেওয়ার কথা থাকলেও ২৭ রমজানে এসেও মালিক শ্রমিকদের বেতন দিচ্ছেন না। ঈদের আগে পাওনা অর্থ না দেওয়া শ্রমিকদের সঙ্গে অমানবিক অন্যায়। সোনারগাঁও টেক্সটাইলে চাকরি করা প্রায় ৪০০ শ্রমিকের পরিবারের ঈদ উৎসব অনিশ্চিত হয়ে যাচ্ছে, বেতন না পাওয়ায় সংসার চালানো নিয়েও টানাটানি তৈরি হয়েছে। বক্তারা অবিলম্বে সোনারগাঁও টেক্সটাইলে কর্মরত সব শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধ করার দাবি জানান। অন্যথায় শ্রমিকরা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত