রংপুরে গোর খোদকদের ঈদসামগ্রীর প্যাকেজে বিতরণ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
কেউ মারা গেলে সবার আগে ডাক পড়ে যাদের দাফনের পর তারাই থেকে যান লোকচক্ষুর আড়ালে। মৃতদেহ দাফন কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও সামাজিক স্বীকৃতি বাইরে থাকা মানুষগুলোর খোঁজ ক’জনই বা রাখেন। বলছি কবরস্থানের গোরখোদক ও মৃতদেহের গোসল করানো মানুষদের কথা। এবার তাদের নিয়ে ব্যাতিক্রমি এক আয়োজন করল সামাজিক সংগঠন বাংলার চোখ। গতকাল রোববার বিকালে গোর খোদক, মরদেহের গোসল করানো ও কবরস্থান সংশ্লিষ্টদের জন্য আকর্ষণীয় করে তোলার নেপথ্যের কারিগর তানবীর ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এদিন নগরীর নুরপুর ছোট কবরস্থান ঈদগা মাঠে একে একে জড়ো হতে থাকেন দেড় শতাধিক গোর খোদক ও দাফন সংশ্লিষ্টরা। সেমাই, চিনি, লবণ, তেল, আলু, চাল, আতপ চাল, আলু, পেঁয়াজ, ডাল, ব্র্যান্ডের পাঞ্জাবি, ডিসেন্ট লুঙ্গি, থ্রি পিস, নগদ টাকা- জনপ্রতি ৫ হাজার টাকা মূল্যমানের ঈদ সামগ্রীর প্যাকেজে তুলে দেয়া হয় ঈদ উপহার। এ সময় উপহার পেয়ে আবেগাপ্লত হয়ে পড়েন সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কবরস্থানের গোর খোদকরা। পরে তাদের সম্মানে আয়োজন করা হয় গ্রান্ড ইফতার ও দোয়া মাহফিল রয়ালটি লাউন্সে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, বাংলার চোখ সংগঠনের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, কারমাইকেল কলেজের শিক্ষক অধ্যাপক মো. শাহ আলম, রসিক কাউন্সিলর শাহজাদা আরমান। এতে বক্তব্য রাখেন আজাদ হোমিও হলের স্বত্বাধিকারী আকতার হোসেন বাদল, রয়্যালটি মেগামলের চেয়ারম্যান তৌহিদ হোসেন প্রমুখ।