শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযান

বিপুল পরিমাণ বিয়ার এবং মদ জব্দ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গতকাল রোববার রোববার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আনুমানিক ১০০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক বোটটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু বোটে অবস্থানরত মাদক চোরাকারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত বোটটি নিয়ে সাবরংয়ের কাটাবুনিয়া ঝাউবনের দিকে পালাতে চেষ্টা করে। পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক বোটটিকে ধাওয়া করলে চোরাকারবারীরা ঝাউবনের কাছে বোটটি রেখে দ্রুত পালিয়ে যায়। অতঃপর উক্ত বোটটি তল্লাশি চালিয়ে ৪৮০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার এবং ১১৬ বোতল গ্র্যান্ড রয়েল সিগনেচার মদ জব্দ করা হয়। তিনি আরো বলেন, জব্দকৃত বিয়ার, মদ ও ইঞ্জিনচালিত কাঠের বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।