দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে দুটি বাসের রেষারেষিতে চাপা পড়ে মারা গেছেন একটি বাসের হেলপার। তার নাম সুজন ব্যাপারী (২৫)। তিনি পরিস্থান বাসের চালকের সহকারী ছিলেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায়। গতকাল সোমবার সকাল ৯টার দিকে পল্লবী বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পরিস্থান পরিবহনের বাসের চালক মো. সোহাগ জানান, তারা বাস নিয়ে মোহাম্মদপুর থেকে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে পল্লবী বাসস্ট্যান্ডে বাসটি থামান তিনি। দরজায় থাকা সুজন নিচে নামছিলেন। তখন অপর একটি পরিবহনের বাস তাদের বাসকে দ্রুত অতিক্রমের (ওভারটেক) চেষ্টা করে।