রংপুর কালেক্টরেট ঈদগাহে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইদুলফিতরের প্রধান জামাত উপলক্ষ্যে এরইমধ্যে জেলাপ্রশাসন সকল প্রস্তুতিসম্পন্ন করেছে। রংপুর কালেক্টরেট ঈদগাহে ইদুল ফিতরের নামাজ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ইদুল ফিতরের নামাজে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো: বায়েজীদ হোসাইন।
ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে ইদুল ফিতরের প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ঈদুলফিতরের প্রধান জামাতের সময়ের সঙ্গে সংগতি রেখে জেলার অন্যান্য ইদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের অধিক সেবা দিতে
সৈয়দপুর-ঢাকা আকাশপথে ৭টি নতুন ফ্লাইট সংযুক্ত হয়েছে। বর্তমান সৈয়দপুর-ঢাকা আকাশপথে ৪টি বিমান সংস্থার ১৭টি ফ্লাইট চলাচল করছে। সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিদিন
ইউএস-বাংলা এয়ারলাইন্স ৩টির স্থলে ৫টি, নভোএয়ার ৩টির স্থলে ৫টি, এয়ার অ্যাস্ট্রা ২টির স্থলে ৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২টির স্থলে ৩টি ফ্লাইট পরিচালনা করছে। নতুন সংযুক্ত এসব ফ্লাইট ঈদ পরবর্তী এক সপ্তাহ চলাচল করবে।