চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত গৃহবধূর মৃত্যু
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইছমু আক্তার (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য ও পার্শ্ববর্তী বাসিন্দা আনোয়ারুল আজিম। নিহত গৃহবধূ ইছমু উপজেলার পাইন্দং ইউপির বেড়াজালি গ্রামের ওমান প্রবাসী মো. ফোরকানের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী। গত রোববার বেলা ১২টার দিকে উপজেলার ভূজপুর নাশন্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেদিন ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো. শাকিলের (২০) মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দু’জন। তারা হলেন- নিহত গৃহবধূর মেয়ে শিশু রাইসা মনি (৬) ও ওয়াজিয়া (১৫)।