বরিশালের আগৈলঝাড়ায় বর আসার আগেই কনের বাড়িতে এসিল্যান্ড উপস্থিত হওয়ায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল এক মাদ্রাসাছাত্রী। গত রোববার দুপুরে উপজেলার বাগধা ইউনিয়নের মধ্য চাঁদত্রিশিরা গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, দুপুরে তাড়ারভিটা গ্রামের এক যুবকের সঙ্গে মধ্য চাঁদত্রিশিরা গ্রামের স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে বাড়িতে সব প্রস্তুতি সম্পন্ন ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দুপুরে কনের বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে ওই ছাত্রীর দাদি জাহিদা বেগমের কাছ থেকে মুচলেকা আদায় করেন। বাল্যবিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ সময় স্থানীয় ইউপি সদস্যসহ আগৈলঝাড়া থানা পুলিশ উপস্থিত ছিল।