পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার চৌমাদিয়ার মানিকের চর মসজিদ সংলগ্ন এলাকায় তারা নিখোঁজ হয়। নিখোঁজরা হলো, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার চর এলাকার বাসিন্দা আবুল কাশেম মণ্ডলের মেয়ে জান্নাতি খাতুন ও চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে ঝিলিক খাতুন। রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, দুই শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে তারা উদ্ধার অভিযান শুরু করেছে।