ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে বৃদ্ধকে পিষে মারল হাতি

চট্টগ্রামে বৃদ্ধকে পিষে মারল হাতি

চট্টগ্রামের চন্দনাইশের বরমা ইউনিয়নে বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম বাইনজুরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। আর আহত সালাহ উদ্দীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, জাকির হোসেন খেতে কাজ করার সময় হঠাৎ দুটি বন্যহাতি তাকে পায়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বন্যহাতির দল একই এলাকার সালাউদ্দিনকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত