চট্টগ্রামে আট জুয়াড়ি আটক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে থানার শহীদপাড়া ইদ্রিস কোম্পানির ভাড়াঘর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৫ হাজার ২১০ টাকা জব্দ করা হয়। আটক করা হলেন- মো. নাছির, মো. ইদন আলী, সাইফুল আলম, আব্দুর রহিম, মো. আশু, সায়েব আলী, সোলতান ও মালেক। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, জুয়ার আসরে অভিযান চালিয়ে সরঞ্জামসহ আটজনকে আটক করা হয়েছে।