রাজশাহীর দুই উপজেলায় আট চেয়ারম্যান প্রার্থী
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
দেশে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে রাজশাহীর দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তপশিল অনুযায়ী আগামী ৮ মে এ নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। তাই নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে গোদাগাড়ী উপজেলায় ছয়জন ও তানোরে দুজন প্রার্থী হয়েছেন। দুই উপজেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য জানা গেছে। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, এবার অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেমে (ওএনএসএস) মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। গত সোমবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ছয় চেয়ারম্যান প্রার্থী হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সাবেক সদস্য রবিউল আলম, দেওপাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক বেলাল উদ্দিন সোহেল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান খান মার্কনী, নিষ্ক্রিয় জামায়াত নেতা ড. আবদুর রহমান এবং আওয়ামী লীগ সমর্থক সুনন্দন দাস। তানোরের দুই প্রার্থী হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়না ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। তবে দুই উপজেলায় জামায়াত আগে প্রার্থী ঘোষণা করলেও কেউ গতকাল শেষ সময় পর্যন্ত তাদের মনোনয়নপত্র জমা দেননি।