দাবদাহ বইছে বেশির ভাগ অঞ্চলে
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বৈশাখ শুরুর ক‘দিন আগে থেকেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। দাবদাহ বইছে ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলের ওপর দিয়েই। কালবৈশাখির মৌসুমে ঝড়-বৃষ্টি হলেও দাবদাহ কমে আসার সম্ভাবনা কম। বরং কোনো কোনো এলাকায় তাপমাত্রা আরো কিছুটা বেড়ে ৪১ ডিগ্রিতে গিয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল বুধবার সকাল থেকে সূর্য যেন আগুন ছড়াচ্ছে চারদিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকের সূর্যের তাপও। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৪ ডিগ্রি হলেও গরমের অনুভূতি ছিল ৪০ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়াবিদরা বলেছেন, অনেক দিন ধরে তাপমাত্রা টানা বেশি থাকায় মাটির নিচের পানির স্তর আরো নিচে নেমে যেতে থাকে। এ অবস্থায় পর্যাপ্ত বৃষ্টি না হলে গরমের তাপমাত্রা যা আছে, তার চেয়ে বেশি অনুভূত হয়। ঢাকাসহ আজ দেশের বেশির ভাগ অঞ্চলের অবস্থাই এমন। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।