পানিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত H.E. Mr. Park Young-sik. গতকাল বুধবার গ্রীনরোডস্থ পানিভবনে প্রতিমন্ত্রীর দপ্তরে রাষ্ট্রদূতের নেতৃত্বে পাঁচ সদস্যেও প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ কওে পানিসম্পদ খাতসহ স্মার্ট অবকাঠামো খাতের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। এই সময় প্রতিমন্ত্রী বাংলাদেশের চলমান উন্নয়ন, দুদেশের অর্থনৈতিক উন্নয়ন ও পানিসম্পদের বিষয় নিয়ে আলোচনা করেন। কোরিয়ান রাষ্ট্রদূত বলেন, কোরিয়ার সঙ্গে বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী উভয় দেশ বন্যা নিয়ন্ত্রণ, দুর্যোগ হ্রাস এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা কওে যাচ্ছে। বাংলাদেশ ও কোরিয়া বন্ধুপ্রতীম দুটি দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কেও কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কোরিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। প্রতিমন্ত্রী পানিসম্পদ খাতের উন্নয়নে কোরিয়ার ভূমিকার প্রশংসা কওে প্রতিনিধি দলেকে ধন্যবাদ জানায়। ভবিষ্যতেও এই ধরনের সহযোগীতা অব্যাহত রাখার অনুরোধ করেন। কোরিয়ান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে কোরিয়ার উন্নয়ন অংশীদারিত্ব দিন দিন মজবুত হচ্ছে এবং ভবিষ্যতেও এই উন্নয়ন সহযোগীতা অব্যাহত থাকবে।