কৃষির মৌলিক উপকরণ ভালো বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিপণন বিষয়ে বীজ প্রযুক্তির উপর ৩ মাসব্যাপী পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান গত মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ভবনে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া তাঁর বক্তব্যে বলেন, গুণগতমানের বীজ খাদ্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বপরিস্থিতি বিবেচনায় খাদ্য ঘাটতি মোতাবিলায় বাংলাদেশকে গুণগতমানের বীজ উৎপাদন, সংরক্ষণ ও কৃষকের মাঝে ছড়িয়ে দিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, ভালো বীজ উৎপাদনে ও বৈশ্মিক সংকট মোকাবিলায় দক্ষ জনশক্তি এবং নিবেদিতপ্রাণ গবেষকগণের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কারণ আমাদের বাইরের দেশের বীজের উপর নির্ভরশীল না হওয়া ভালো কারণ কোনো কারণে দূষিত বীজ এদেশে একবার ঢুকে গেলে আমাদের সমূহ ক্ষতি হবে এজন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে সক্ষমতা বাড়াতে হবে।
জলবায়ু পরিবর্তন ও মানুষ্যসৃষ্ট দুর্যোগের ফলে বিশ্বে খাদ্যের ঘাটতি মোকাবিলায় আমাদের নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। কারণ টাকা থাকলেই আমরা খাদ্য কিনতে পারব না। এজন্য বীজের সঙ্গে সম্পৃক্ত সকল কৃষি বিজ্ঞানীদের এগিয়ে আসার আহ্বান জানান। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় এ প্রশিক্ষণ যেন আরো বৈচিত্রমতয় হয় তার প্রতি সবাইকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান। জাতীয় পর্যায়ে এ বিশ্ববিদ্যালয় যেন একটি মাইলফলক হিসেবে কাজ করে সে আশাবাদ ব্যক্ত করে তিনি এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং সহযোগী কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে আগত ৩০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।