রাজধানীর কারওয়ান বাজারের কাছে রেললাইনে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি ঢাকা ফিরছিল। জানা গেছে, গতকাল বুধবার সকাল ৮টার দিকে তেজগাঁও মাছের আড়তে সামনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ তথ্য নিশ্চিত করেন কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, তেজগাঁওয়ে ঢাকা অভিমুখী আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের একটি ট্রেনের বগি কারওয়ান বাজারের কাছে লাইনচ্যুত হয়। আপাতত বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। সেখানে উদ্ধার কাজ চলছে। পরে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।