রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার ১৭ এপ্রিল সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে নগরীর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কামারুজ্জামানের মাজারে শ্রদ্ধা নিবেদনসহ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে রাজশাহী জেলা আওয়ামী লীগ দিবসটি উপলক্ষ্যে রাজশাহী কলেজে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এর আগে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দিনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর নেতাকর্মীরা র্যালি আয়োজন করে। র্যালি রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়। পরে রানী বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সরকারি ও বেসরকারিভাবেও নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।