ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহীতে মুজিবনগর দিবস পালিত

রাজশাহীতে মুজিবনগর দিবস পালিত

রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার ১৭ এপ্রিল সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে নগরীর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কামারুজ্জামানের মাজারে শ্রদ্ধা নিবেদনসহ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে রাজশাহী জেলা আওয়ামী লীগ দিবসটি উপলক্ষ্যে রাজশাহী কলেজে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এর আগে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দিনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর নেতাকর্মীরা র‌্যালি আয়োজন করে। র‌্যালি রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়। পরে রানী বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সরকারি ও বেসরকারিভাবেও নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত